• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হুয়াওয়ের নতুন ফোনে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম প্রি-ইনস্টল থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০১৯, ২১:১৮
ছবি: যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স

চীনের টেলিকমিউনিকেশনস ইকুইপমেন্ট কোম্পানি হুয়াওয়ের নতুন ফোনগুলোতে আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাপগুলো প্রি-ইনস্টল থাকবে না।

শুক্রবার (৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি ফেসবুক করপোরেশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

অবশ্য পুরোনো হুয়াওয়ের ফোনগুলোতে এসব অ্যাপ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ফেসবুক। তবে কবে থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে জানতে চাইলে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্রের কোম্পানিটি।

হুয়াওয়ের যন্ত্রাংশ ও সফটওয়্যার কেনায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পরও চীনের কোম্পানিটি যখন বাণিজ্য টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই ফেসবুক এই সিদ্ধান্তের কথা জানালো।

গত বছর হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড স্মার্টফোন বেচার মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ আয় করে। ফেসবুকের নিষেধাজ্ঞায় কোম্পানিটির স্মার্টফোন বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে হুয়াওয়ে জানিয়েছে, কোম্পানিটি এর জন্য প্রস্তুত ছিল এবং বিঘ্ন ছাড়াই কাজ চালিয়ে যাবে। তবে ইউরোপ ও এশিয়ার কিছু গ্রাহক কোম্পানিটির ফোন কিনতে আগ্রহ হারিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

গত মে মাসে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের বিরুদ্ধে পরিচালিত অনেকদিনের প্রচারণার অংশ হিসেবে দেশটির কোম্পানিগুলোর ওপর এই টেক জায়ান্টের যন্ত্রাংশ ও সফটওয়্যার সরবরাহ নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের সরকারের সঙ্গে সম্পৃক্ত হুয়াওয়ে। এর টেলিকম নেটওয়ার্ক গিয়ার এবং অন্যান্য পণ্য গুপ্তচরবৃত্তির অংশ হয়ে থাকতে পারে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কোম্পানিটি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
X
Fresh