• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরবে আজ ঈদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৯, ২৩:১৭
ছবি: সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে গতকাল সোমবার (৩ জুন)।ফলে আজ মঙ্গলবার (৪ জুন) দেশটিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র আরব নিউজ।

এদিকে বেশ কয়েকটি দেশ এর আগেই ঘোষণা করেছে যে মঙ্গলবার রমজানের শেষদিন। এসব দেশে বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষস্থানীয় সংবাদপত্র খালিজ টাইমস।

আল মোওয়াতেন নামের একটি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, ইন্দোনেশিয়া ঘোষণা করেছে যে রমজানের শেষদিন মঙ্গলবার এবং দেশটিতে বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

জাপান ও মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটিও ঘোষণা করেছে যে বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএইএ’র দূতাবাসের একটি বিবৃতির বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, দেশটিতে মঙ্গলবার হবে রমজানের শেষদিন এবং বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি জানান, তার মন্ত্রণালয়ের তৈরি চন্দ্রপঞ্জিকা অনুসারে বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়াতেও ঈদের দিন ঘোষণা করা হয়েছে। দি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল গত সপ্তাহেই ঘোষণা করেছে যে দেশটিতে আগামী বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটচাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ 
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
রমজান মাসে ৪ বিশেষ আমল
X
Fresh