• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক দিল মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ জুন ২০১৯, ২৩:৫০

দু’শ সুবিধাবঞ্চিত শিশু’র হাতে ঈদের নতুন জামা তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব।

রোববার সকালে রাজধানীর তেজগাও রেলকলোনী বস্তিতে ঈদের জামা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

ঈদের আগে এই নতুন পোষাক পেয়ে খুশি ছিন্নমূল এসব শিশু। নতুন জামা নিতে আসা শিশু সেলিনা জানায়, ঈদ আর মাত্র ক’দিন পরেই, কিন্তু মা তার জন্য নতুন কোন জামা কিনতে পারেনি, তাই এ জামা পেয়ে তার খুবই খুশি লাগছে।

আট বছরের কবির কাজ করে রেল লাইনের পাশে সবজির দোকানে, ওরও নাকি অনেকদিন ধরে নতুন কোন জামা নেই। এই জামা পেয়ে তার যে কি আনন্দ ! কবির সেলিনার মত অনেক শিশুদের হাতেই ২০০৯ সাল থেকে সামান্য আয়োজনে এই ঈদের নতুন পোষাক বিতরণ চালিয়ে আসছে সংগঠনটি।

মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের সভাপতি এম এম বাদশাহ বলেন, ২০০৯ সালে খুব সামান্য আয়োজনে মাত্র ২২ জন শিশু’র সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে শুরু হয়েছিল এই কার্যক্রম। প্রতি বছরই ধীরে ধীরে বাড়ছে এর পরিধি, এবার দু’শ শিশু’র হাতে রাজধানীর বিভিন্ন স্থানে দেয়া হল এই নতুন ঈদের পোষাক।

উপহার হিসেবে সামান্য হলেও শিশুদের মুখের হাসি আর ওদের প্রাপ্তির আনন্দ’ই আমাদের সংগঠনের সদস্যদের কষ্টকর আয়োজনের স্বার্থকতা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh