• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৯, ১২:৪৯
ফাইল ছবি

প্রেম ও তারুণ্যের ‘কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ। দুই দিন ধরে খেতে পারছেন না। গায়ে জ্বর। আজ সোমবার তিনি হাসপাতালে ভর্তি হতে পারেন বলে জানিয়েছেন।’

সাংবাদিক বিশ্বজিত দত্ত এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ কথা জানিয়েছেন।

কবির ঘনিষ্ঠ এই সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘একাকি এই কবি থাকেন প্রেসক্লাব সংলগ্ন একটি হোটেলে। বাইরে প্রয়োজনীয় কোন কাজ না থাকলে সারাদিন প্রেসক্লাবেই কাটান। গতকাল হেলাল হাফিজ বলেন, মৃত্যু ঠেকানোর সমস্ত কারিগরি স্রষ্টা দিয়েছেন মানুষকে আর শুধু মৃত্যুটাই রেখে দিয়েছেন নিজ হাতে। তিনি বলেন, আমার যত অসুখ তা আর বলে শেষ করার নয়। এখন আর শরীর অসুখের ভার বইতে পারছে না। চোখের গ্লোকোমা চিকিৎসার বাইরে। ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যা রয়েছেই। প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম ল্যাবএইড হাসপাতালের মালিককে টেলিফোন করেছেন। শুনেছি সেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি। যদি চিকিৎসায় ব্যয় কমানো যায়। ২০১৬ সালে কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর কিছুদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আউটডোরে কবির চোখের চিকিৎসা হলেও অন্যান্য কোন রোগের চিকিৎসা হয়নি। এ নিয়ে কবির সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেউ কখনও যোগোযোগ করেনি। কবির নিজের কোন নিকট আত্মীয় না থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়েও কেউ যোগাযোগ করতে পারেননি। আত্মপ্রচার বিমুখ কবি হেলাল হাফিজ নীরবেই রোগের যন্ত্রণা সয়েছেন।’

কবির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আরটিভি অনলাইনকে ভাঙা ভাঙা গলায় ‘আমি দারুণ অসুস্থ’ বলে ফোন রেখে দেন।

পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাইফ আলি
X
Fresh