• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়

অনলাইন ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬

বিচার বিভাগকে নিরপেক্ষ ও স্বাধীন রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। কারণ তত্ত্বাধায়ক সরকারের প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নিরপেক্ষ কিনা সে বিষয়ে নানা আলোচনা হত। বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একটি বিশেষ মহলের প্ররোচনায় সংবিধান সংশোধন করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতির দায়িত্ব পালনের কারণে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। দেশের সর্বোচ্চ আদালত তা অসাংবিধানিক ও অবৈধ বলে ঘোষণা করে। গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে নির্দেশ প্রদান করে বিচার বিভাগ।
তিনি বলেন, এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন রাজনীতিবিদরা দিতে পারে কিনা সেটা সময়ই বলে দেবে। সুষ্ঠু ভোট করতে না পারা রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্বের প্রমাণ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh