• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রোজা মাকরুহ হয় যেসব কারণে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ মে ২০১৯, ১৭:৪৫
ফাইল ছবি

মাকরুহ অর্থ অপছন্দনীয়। যেসব কাজ করলে গুনাহ হয় না; তবে ইসলাম ধর্মে তা পছন্দ করা হয়নি। সেগুলোকে মাকরুহ বলে।

রোজার ক্ষেত্রেও অনেক কাজ এমন রয়েছে, যেগুলো করলে রোজা ভঙ্গ হবে না। তবে এ ধরনের কাজ করা ঠিক নয়।

  • কোনোরূপ অপারগতা ছাড়াই কোনো বস্তুর স্বাদ নেয়া বা চর্বণ করা। (ফতওয়ায়ে শামি : খ. ৩, পৃ. ৩৯৫)
  • অনন্যোপায় ছাড়াই কোনো কিছু চর্বণ করে শিশুর মুখে দেওয়া। (ফাতহুল কাদির : খ. ২, পৃ. ৩৪৯)
  • একান্ত প্রয়োজন ছাড়া কেনাবেচার সময় মধু কিংবা তেলের স্বাদ নেয়া। (ফতওয়ায়ে আলমগিরি : খ. ১, পৃ. ১৯৯)
  • সঙ্গম বা বীর্যপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও স্ত্রীকে চুমু দেওয়া। (আলমগিরি : খ. ১, পৃ. ২০০)
  • বেশি ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা। (ফতওয়ায়ে শামি : খ. ৩, পৃ. ৪০০)
  • প্রয়োজন ছাড়া ডাক্তারের মাধ্যমে দাঁত তোলা মাকরুহ। তাতে যদি রক্ত বা দাঁতে লাগানো ওষুধ পেটে চলে যায়, যা থুতুর সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে। (আহসানুল ফাতাওয়া : খ. ৪, পৃ. ৪২৬)
  • এমন কোনো কর্ম করা, যা শরীরকে দুর্বলতার দিকে নিয়ে যায়, তা মাকরুহ। (শামি : খ. ৩, পৃ. ৪০০)

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল জন
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি : ফেনীতে সহকারী অধ্যাপক বহিষ্কার
বাবা-মাকে দেখতে এসে পরিবারের পিটুনির স্বীকার যুবক
X
Fresh