• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে হোম ডেলিভারি দেবে গুগলের ড্রোন

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০১৯, ১৮:৫১
সংগৃহীত ছবি

ড্রোনের সাহায্যে হোম ডেলিভারি কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ‘উইং’ সম্প্রতি এয়ার লাইনের স্বীকৃতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরেটি এই স্বীকৃতি দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পাওয়ায় দ্রুতই এসব ড্রোনের সাহায্যে বিভিন্ন পণ্য আনুষ্ঠানিকভাবে হোম ডেলিভারি দেয়া শুরু হবে।

এই স্বীকৃতি পেতে উইংকে সম্পূর্ণ নিরাপদ হিসেবে নিজেদের প্রমাণ করতে হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ড্রোন কোম্পানি পরীক্ষামূলকভাবে হোম ডেলিভারির কাজ করছে। কিন্তু এর মধ্যে গুগলের ড্রোন এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেল।

উইং-এর মালিকানায় থাকা গুগল জানিয়েছে, এসব ড্রোন স্থানীয় দোকান থেকে খাদ্য এবং ওষুধ সরবরাহ করবে। এর ফলে আগের চেয়ে অনেক বেশি দ্রুততার সঙ্গে হোম ডেলিভারি দেয়া সম্ভব হবে।

স্থানীয় বিভিন্ন ড্রোন প্রতিষ্ঠান বলছে, এয়ারলাইন হিসেবে উইং স্বীকৃতি পাওয়ার ঘটনাটি খুবই ইতিবাচক। ভবিষ্যতে হয়তো তারাও এ স্বীকৃতি পাবে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh