• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশে আইসিইউতে ৮০ ভাগ মৃত্যুর কারণ সুপারবাগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০১৯, ১৯:০৪
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ

বাংলাদেশে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগী মারা যাওয়ার একটা বড় কারণ হচ্ছে সুপারবাগ সংক্রমন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) আইসিইউয়ের চিকিৎসক ডা. সায়েদুর রহমান বলছেন, ৮০ ভাগ মৃত্যুর কারণ এটি।

এই চিকিৎসকের বরাত দিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।

ডা. সায়েদুর রহমান জানান, ২০১৮ সালে আইসিইউতে ভর্তি হওয়া প্রায় ৯০০ রোগীর মধ্যে ৪০০ জন মারা যায়। প্রায় ৮০ ভাগ মৃত্যুর জন্য দায়ী এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ছত্রাক।

তিনি বলেন, দেশের অনেক আইসিইউতে প্রয়োজনীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এমআর) নজরদারি নেই। এর ফলে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রতিরোধক উৎপন্ন হয়। এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত।