• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি কাল থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৯, ১৫:৫৬
ঢাকা কলেজের সামনে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা, ছবি: সংগৃহীত

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে রাস্তা ছাড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তীব্র সেশনজট ও ত্রুটিযুক্ত ফলাফলসহ নানা সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

শিক্ষার্থীদের এ অবরোধ কর্মসূচি তুলে নেয়ার ফলে নিউমার্কেটে থেকে মিরপুর রোডের যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে রাস্তা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এর আগে অবরোধ কর্মসূচি স্থগিত করার আগে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আবারও রাস্তায় নামব। আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টা থেকে ঢাকা কলেজের সামনে আমাদের অবরোধ কর্মসূচি চলবে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে অবরোধ কর্মসূচি ছেড়ে চলে যায়। এর আগে তারা আগামীকাল সকাল থেকে নতুন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।’

উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন আড়াই লক্ষাধিক শিক্ষার্থী।

পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
তারাবির নামাজ পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
X
Fresh