• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেওয়ান শামসুর রকিব এর বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৯, ১৮:৫৭

গল্পকার, নাট্যকার, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব দেওয়ান শামসুর রকিব এর ‘নয় রকমের গল্প’ নামক গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই উৎসবের আয়োজন করা হয়।

মিজানুর রহমান বেলাল সম্পাদিত ছোট কাগজ ‘দাগ’-এর আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪র্থ তলায় অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র গবেষক ও রবীন্দ্র জার্নাল সম্পাদক মো. ইসরাফিল আলম এমপি।

আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আলী ইমাম, কবি হাসান হাফিজ, কবি বিমল গুহ, ছড়াকার আসলাম সানী, কবি কাজী রোজী, নাট্যকার মাসুম রেজা। এছাড়া বইটির প্রকাশক অচিন্ত্য চয়ন, শিশুসাহিত্যিক পলাশ মাহবুব, কবি অঞ্জনা সাহা, কবি তুষার কবির, মামুন খান। নির্মাতা চয়নিকা চৌধুরীসহ বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রতিষ্ঠিত ব্যক্তিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

‘নয় রকমের গল্প’ বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন হোসেন মাহমুদ আরিফ।

বইটিতে কয়েকটি রহস্যগল্প রয়েছে। রয়েছে নির্মেদ বর্ণনায় প্রেমের গল্প। পাঠকেরা গল্পগুলো পড়ার পর ভাবনার জগতে হারিয়ে যাবেন। জীবনের প্রেম, সংঘাত, হনন, রহস্য ভরা গল্প নিয়ে লেখা হয়েছে ‘নয় রকমের গল্প’ বইটি।

উল্লেখ্য, দেওয়ান শামসুর রকিব বর্তমানে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আরও প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- এবং অরণ্য (অনন্যা, ২০০৮), রহস্য এক রহস্য দুই (র্যা মন পাবলিশার্স, ২০০৯), ডাবল রহস্য (র‌্যামন পাবলিশার্স, ২০১১), অন্বেষা ( দেশ পাবলিকেশন্স, ২০১৭)।

জিএ/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh