• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চবিতে দ্বিতীয় দিনের মতো ছাত্রলীগের ধর্মঘট, শাটল ট্রেন বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৮ এপ্রিল ২০১৯, ১১:২১

হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগসহ কয়েকটি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শাটল ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। অবরোধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ছাত্রলীগের দ্বিতীয় দিনের অবরোধের কারণে কোনও শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়নি।

এর আগে গতকাল রোববার অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের মূল গেইট এলাকায়। এতে পুলিশসহ আটজন আহত হন। গতকাল বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস হয়নি। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অন্দোলনরত অংশটির নেতা ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন জানান, আটক ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি, হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে ১৫ রুটে ট্রেনের ভাড়া যত বাড়বে
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ট্রেনের ভাড়া বাড়ছে ৪ মে থেকে
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
X
Fresh