• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাইক্রোসফটে ‘এপ্রিল ফুল’স ডে নিষিদ্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০১৯, ২২:৩৬

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তার কর্মীদের জন্য ‘এপ্রিল ফুল’স ডে নিষিদ্ধ করেছে। এপ্রিল মাসের এক তারিখ মানুষকে বোকা বানানোর একটি রীতি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত। মূলত ওই দিনটিকেই বলা হয় এপ্রিল ফুল’স ডে।

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবীদের মতো মাইক্রোসফটের কর্মীরাও এইদিনে অন্যদের বোকা বানিয়ে মজা করতেন। কিন্তু প্রতিষ্ঠানটি এবার এ ধরনের কাজ নিষিদ্ধ করলো। ফলে মাইক্রোসফটের কোনও কর্মী কাউকে বোকা বানাতে পারবেন না।

ভারতীয় গণমাধ্যম গেজেটস নাউ জানায়, এপ্রিল ফুল’স ডেতে কোনও ধরনের ‘নেতিবাচক’ কাজ না করতে কর্মীদের কঠোরভাবে সতর্ক করে দিয়েছে মাইক্রোসফট। নিজস্ব এক নোটিশে এ ধরনের সতর্কবার্তা দেয়া হয়।

এপ্রিল ফুল’স ডে সম্পর্কে মাইক্রোসফটের মার্কেটিং বিভাগের প্রধান ক্রিস কাপোসেলা বলেন, এখানে এ ধরনের কাজ করার মতো যথেষ্ট সময় ও সুযোগ রয়েছে। কিন্তু আমি মনে করি, এগুলো করে কোনও কিছু অর্জনের চেয়ে বরং ক্ষতিই বেশি হয়।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে দেখেছি, এর মাধ্যমে ভালো কিছুই আসে না। কয়েকটা ইতিবাচক হলেও নেতিবাচক ঘটনা অনেক বেশি। এগুলো আমাদের সবার ক্ষতি করে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh