• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইউনিয়ন অ্যাভিনিউ এখন বাংলাদেশ বুলেভার্ড

যুক্তরাষ্ট্র প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০১৯, ২৩:৩১

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউয়ের নাম বাংলাদেশ বুলেভার্ড করা হয়েছে।

প্যাটারসন সিটির কাউন্সিল চেম্বারে গত ১২ মার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট মার্টিজা ডেভিলার সভাপতিত্বে সিটি কাউন্সিলের নিয়মিত অধিবেশন অনুষ্ঠিত হয়।

এই অধিবেশনে প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান ও স্ট্রিট নেমিং কমিটির চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত শাহিন খালিক বিলটি পাসের জন্য শহরটির কাউন্সিল চেম্বারের অধিবেশনে উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে এটি পাস হয়।

এদিন সন্ধ্যায় নিউ জার্সির হেলপ সেন্টারে এই ঐতিহাসিক ঘটনা উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সুফি গায়িকা সায়েরা রেজা।

এসময় শাহিন খালিক ঘোষণা দেন, জুন মাসে বাংলাদেশ বুলেভার্ড নেইমপ্লেট লাগানো হবে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
X
Fresh