• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বব্যাপী গুগলের জিমেইল-ড্রাইভ-ম্যাপস সেবাতে বিভ্রাট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মার্চ ২০১৯, ২০:৫১
ছবি: যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান

সারাবিশ্বের জিমেইল, গুগল ড্রাইভ, গুগল হ্যাংআউটস ও গুগল ম্যাপস ব্যবহারকারী কয়েক ঘণ্টা বিভ্রাটের শিকার হয়েছে।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গ্রিনউইচ মিন টাইম অনুসারে প্রায় মঙ্গলবার দিনগত রাত দুইটা থেকে গুগলের এসব সেবা ব্যবহারের ক্ষেত্রে বিঘ্ন দেখা দেয়।

গুগলের ওয়েবসাইটে প্রকাশ করা একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানিটি জানায়, আমরা জিমেইল ব্যবহারে সমস্যা সংক্রান্ত রিপোর্টগুলো খতিয়ে দেখছি। আমি যতদ্রুত সম্ভব এই বিষয়ে বিস্তারিত জানাবো।

ভুক্তভোগী ব্যবহারকারীরা তাদের জিমেইলের অ্যাকসেস পেয়েছে কিন্তু অ্যাকাউন্টগুলোতে এরর মেসেজ, হাই ল্যাটেন্সি এবং অন্যান্য অপ্রত্যাশিত বিষয় দেখা যাচ্ছে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয় গুগলের পক্ষ থেকে।

এতে বলা হয়, ব্যবহারকারীরা এসব মাধ্যম থেকে বার্তা পাঠানোর ক্ষেত্রে ছবি বা কোনও ফাইল অ্যাট্যাচ করতে পারছে না।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর ব্যবহারকারীরা এসব সমস্যার মুখোমুখি হয়।

এদিন ভোর সাড়ে ছয়টার দিকে গুগল জানায়, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তবে এসব সমস্যার কারণ জানায়নি টেকনোলজি কোম্পানিটি।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
ফের হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বিভ্রাটের অভিযোগ
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নোবিপ্রবি শিক্ষার্থীরা
X
Fresh