• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিনাবিচারে একযুগ ধরে বন্দী ৭ আসামি কেন জামিন পাবেন না?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৬, ২১:৫৭

একযুগের বেশি সময় ধরে বিনাবিচারে কারাগারে থাকা রাসেল শেখসহ ৭ জনকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিনাবিচারে বন্দী এ ৭ জন হলেন কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন চাম্বু গং। তারা সবাই হত্যা ও ফৌজদারি অপরাধে দায়ের করা বিভিন্ন মামলায় একযুগের বেশি সময় ধরে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বেহেশ্তী মারজান জানান, এ সাতজনের মধ্যে দু’জন ১২ বছর, তিনজন ১৩ বছর ও অপর দু’জন ১১ বছর ধরে কারাগারে আছেন।

এসজে/ এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh