• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাজির না হলে খালেদার জামিন বাতিল

অনলাইন ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৪০

আসছে ২২ ডিসেম্বর আদালতে হাজির না হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বতালি করা হবে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত আবু হোসেন জমাদার এ আদেশ দেন।

বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য প্রদানের দিন ঠিক ছিলো। আদালতে হাজির না হওয়ায় নতুন দিন ঠিক করে এ আদেশ দেন বিচারক।

খালেদা জিয়ার আইনজীবী জানান, নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার আদালতে হাজির হননি। এজন্য আদালতে সময়ের আবেদন করা হয়। আবেদন আমলে নিয়ে বিচারক বৃহস্পতিবার আদালতে হাজির হবার নির্দেশ দেন। ওই দিন হাজির না হলে তার জামিন বাতিল করা হবে।

গেলো ৮ ডিসেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার খালেদার আবেদন মঞ্জুর করে আত্মপকষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ঠিক করেন।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh