• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এলিটদের কোম্পানি হিসেবে পরিচিতি পেতে চায় না অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৪

এলিটদের কোম্পানি হিসেবে আর পরিচিতি পেতে চায় না বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস সম্প্রতি এ কথা বলেছেন।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, আইফোনের উচ্চদামের কারণে এলিটদের কোম্পানি হিসেবে পরিচিত ছিল অ্যাপল। কিন্তু এখন আর তেমনটি চাচ্ছে না তারা। এজন্য ইতোমধ্যে আইফোনের দাম কমানোর প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিষয়টি সম্পর্কে জেফ উইলিয়ামস জানান, আইফোনের বেশি দাম হওয়ার কারণে আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি। তবে এখন অ্যাপল হবে সবার ব্র্যান্ড, এটা আর এলিটদের ব্র্যান্ড হিসেবে থাকবে না।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় এলোন ইউনিভার্সিটিতে বক্তৃতা দেয়ার সময় উইলিয়ামস জানান, তিনি আইফোন এবং ম্যাকের দাম সম্পর্কে জানেন। তিনি বলেন, এ সম্পর্কে আমরা খুবই সচেতন। আমরা আর এলিটদের কোম্পানি হিসেবে থাকতে চাই না।

উইলিয়ামস আরও বলেন, আমরা সবার কোম্পানি হতে চাই। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং দ্রুতই এগুলো বাস্তবায়ন করা হবে।

ডি/জেডই

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন (গ্রেড-৪)
মদ কোম্পানির লোগো ছাড়া খেলতে নেমে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ
X
Fresh