• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের বিরুদ্ধে সমন জারি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে সমন জারি করেছে ভারত। বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি (তথ্যপ্রযুক্তি) ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ভারতীয় দপ্তরে এই সমন পাঠিয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ৬ মার্চ এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সংসদীয় কমিটির সদস্যরা।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় ‘নাগরিকদের নিরাপত্তা অধিকার’ নিয়ে ওই প্রতিনিধিদের অভিমত শুনবে সংসদীয় প্যানেল। একই বিষয় নিয়ে গত সোমবার টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির সঙ্গেও আলোচনা হয়েছে তাদের।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে যেভাবে গণপিটুনির ঘটনা বাড়ছে, তাতে উদ্বিগ্ন কমিটি। এক্ষেত্রে করণীয় কী, তা চূড়ান্ত করতেই বৈঠক আয়োজন করেছে তারা।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
X
Fresh