• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিভিন্ন দেশে বন্ধ ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ আছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে এমনটি জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে এই সমস্যা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ডেইলি মেইল জানায়, ফেসবুকে কিছুই দেখা যাচ্ছে না। ফেসবুক খুলতে গেলে পুরো পেজটিই সম্পূর্ণ খালি দেখাচ্ছে।

অবশ্য কিছু ব্যবহারকারী বলছেন, তারা খালি পাচ্ছেন না। তবে ফেসবুক চালু করতেই আগের পেজ বা টাইমলাইন আসছে। কিছুতেই সেটা রিফ্রেশ হচ্ছে না। অর্থাৎ ফেসবুকে তারা নতুন কোনও স্টোরি পাচ্ছেন না।

তবে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকরা বলছেন, তারা কিছুতেই দেখতে পাচ্ছেন না ফেসবুক। পেজ খুলতে গেলে সেটা সম্পূর্ণ সাদা দেখাচ্ছে। এছাড়া কিছু ব্যবহারকারী ছবি দেখার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন।

যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই এমনটি হয়ে থাকতে পারে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
X
Fresh