• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিলিট করে দেয়া মেসেজও সংরক্ষণ করে টুইটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৫

মাইক্রোব্লগিং সাইট টুইটার গ্রাহকদের পাঠানো মেসেজ সংরক্ষণ করে। এমনকি যেসব মেসেজ ডিলিট করা হয় সেগুলোও তারা সংরক্ষণ করে বলে জানিয়েছে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ।

টেক ক্রাঞ্চের বরাত দিয়ে গেজেটস নাউ জানায়, নিরাপত্তা গবেষক করন সাইনি দেখেছেন, কয়েক বছর আগের মেসেজ সংরক্ষণ করে রেখেছে টুইটার। এমনকি যেসব অ্যাকাউন্ট এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বা ডিলিট করা হয়েছে সেগুলোর মেসেজও এর মধ্যে রয়েছে।

এর আগেও সাইনি বিষয়টি সম্পর্কে মুখ খুলেছিলেন। তখন জানান, টুইটার গ্রাহকদের মেসেজ সংরক্ষণ করে রাখে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছেন তিনি। প্রেরক এবং প্রাপক উভয়ের কাছ থেকে মেসেজ ডিলিট করে দিলেও তা সংরক্ষণ করে রাখে এই ত্রুটি। অর্থাৎ মেসেজ ডিলিট করলেও সেটা সম্পূর্ণভাবে মুছে যায় না।

এ সম্পর্কে টুইটারের এক মুখপাত্র জানিয়েছে, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। দ্রুতই এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, আগে চ্যাট থেকে আনসেন্ড ফিচারের মাধ্যমে মেসেজ ডিলিট করতে পারতেন টুইটার গ্রাহকরা। কিন্তু এখন শুধু নিজের অ্যাকাউন্ট থেকে মেসেজ ডিলিট করার সুযোগ পান তারা। অর্থাৎ প্রাপকের কাছে মেসেজ ঠিকই থেকে যায়।

ডি/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্যমন্ত্রীকে মেসেজ, ভুয়া রাষ্ট্রপতি গ্রেপ্তার
১৫০ টাকায় পাওয়া যাবে তরমুজ
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
বাজার তদারকিকালে ১১৩ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা
X
Fresh