• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমপিএ-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ)-এর শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সহায়তায় এবং ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় বনভোজন করেছেন তারা।

৯ ফেব্রুয়ারি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছে সাহেব বাড়িতে পিকনিক করেন এমপিএ-এর শিক্ষার্থীরা। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহনকারী বাস পিকনিক স্পটের উদ্দেশে ছেড়ে যায়। বাসেই নাস্তা সেরে নেন তারা।

পিকনিক স্পটটি ছিল অসম্ভব সুন্দর একটি জায়গা। এতে খোলা মাঠের পাশাপাশি ছিল সুইমিং পুলও। দুপুর বেলার গরমে সুইমিং পুলটি ছিল বেশ স্বস্তিদায়ক। ঢাকা শহরের ব্যস্ততা কাটিয়ে নিজেকে সতেজ করতে এটা ছিল দারুণ একটা জায়গা।

পিকনিকে দুপুরের খাবার দেয়া হয় ৩টায়। এরপর শুরু হয় কালচারাল এবং স্পোর্টস প্রোগ্রাম। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এমপিএ-এর শিক্ষার্থীরা। একেবারে শেষে অনুষ্ঠিত হয় র‍্যাফল ড্র।

ডি/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh