• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে পাঁচ জঙ্গির ৩ দিনের রিমান্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১২ ডিসেম্বর ২০১৬, ২০:০৪

অস্ত্র ও হাত গ্রেনেডসহ গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি-বি) ৫ সদস্যকে আলাদা তিনটি মামলায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানির সময় তারা আদালতের কাছে দাবি করেন, তাদের সাদা-পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে এক বছর থেকে ছয় মাস আগে তুলে নিয়ে যাওয়া হয়।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমদ।

এর আগে সোমবার আদালতে পুলিশ ৩টি মামলার প্রতিটিতে ৭ দিন করে রিমান্ডের আবেদন করে।

গেলো বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের এ কে খান মোড় ও উত্তর কাট্টলীর একটি বাড়িতে আলাদা অভিযান চালিয়ে অস্ত্র, বোমা ও বিস্ফোরকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ফরিদপুরের মাওলানা মো. তাজুল ইসলাম (২৭), যশোরের মো. নাজিমউদ্দিন (৩৮), ঝিনাইদহের আবুজার গিফারী (২২), নীলফামারীর নুরে আলম ইসলাম (২২) ও রংপুরের শেখ ইফতিশাম আহমেদ (২৩)।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh