• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হোয়াটসঅ্যাপে ব্লক হওয়া এড়াতে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৫

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ের ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করতে গ্রাহকরা এই প্লাটফর্মটি ব্যবহার করে।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ বলছে, বর্তমানে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ১৫০ কোটিরও বেশি। মাধ্যমটি বেশ জনপ্রিয় হওয়ায় এতে ব্লক হয়ে গেলে যে কারও স্বাভাবিক যোগাযোগ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এজন্য জানতে হবে হোয়াটসঅ্যাপে ব্লক হওয়া এড়িয়ে যাওয়ার উপায়। দেখে নিন সেগুলো-

  • আমরা অনেকেই হয়তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। কিন্তু এই প্লাটফর্মের নীতিগুলো জানি কি? মনে রাখবেন, হোয়াটসঅ্যাপের নীতি ভঙ্গ করে কাজ করলে আপনি ব্লক হতে পারেন।
  • এই মাধ্যমটির সাহায্যে কোনও অনৈতিক, অশ্লীল, মানহানিকর কোনও বক্তব্য কিংবা হুমকি দেয়া যাবে না।
  • কাউকে সহিংস কার্যকলাপে সহায়তা করলে কিংবা উৎসাহিত করা যাবে না।
  • ভুলেও অন্য কারও নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না। এতে আপনি আজীবন হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হতে পারেন।
  • অন্য কোনও ব্যবহারকারীর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইরাস বা ম্যালওয়ার পাঠানোর চেষ্টা করবেন না।
  • হোয়াটসঅ্যাপ সার্ভার হ্যাকের চেষ্টা করলেও আপনি নিশ্চিতভাবেই ব্লক হবেন। সুতরাং এ ধরনের কোনও কাজ থেকে বিরত থাকুন।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
ফেসবুককে জুয়ার প্রচারণা বন্ধের আহ্বান বিটিআরসির
X
Fresh