• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে’

অনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০১৬, ১০:৪৫

বিচার বিভাগীয় কর্মকর্তাদের আচরণবিধি ও শৃঙ্খলাবিধির বিষয়ে ১৫ জানুয়ারির মধ্যে ফের গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপতিকে এ বিষয়ে ভুল বোঝানো হয়েছে বলেও মনে করছেন আদালত।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকালে পূর্ব নির্দেশ অনুসারে আপিল বিভাগে হাজির হন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন মন্ত্রণলায়ের প্রজ্ঞাপনের বিষয়টি আদালতে উপস্থাপন করেন।

এতে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমাল এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ( সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ, অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধন কল্পে বাংলাদেশ সুপ্রিমকোর্ট কর্তৃক প্রস্তাবিত খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশ করার প্রয়োজনিয়তা নাই মর্মে মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ সিদ্ধান্ত প্রদান করেছেন।

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন - রাষ্ট্রপতিকে এ বিষয়ে ভুল বোঝানো হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh