• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মওদুদের নাইকো মামলা স্থগিত আপিলেও বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৬, ১২:৩৯

নাইকো দুর্নীতির মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ক্ষেত্রে কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখলেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

মওদুদের ক্ষেত্রে এই মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দিলেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের দেয়া রুল ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে পক্ষগুলোকে বলেন সর্বোচ্চ আদালত।

মওদুদ আহমদের পক্ষে তিনি নিজে আইনজীবী হিসেবে ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।

এর আগে ১ ডিসেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

নাইকো দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলা করে দুদক। পরের বছরের ৫ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে। আগামি ১৫ ডিসেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh