• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফারহাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে আরও ২০ লাখ টাকা দরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২

মাত্র ৯ বছর বয়সে ফারহাতুল মাহমুদ হাসানের শরীরে বাসা বেঁধেছে তিনটি মরণব্যাধি। ই-বিটা থ্যালাসেমিয়া, হেপাটাইটিস সি ভাইরাস ও ব্লাড ক্যানসার। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ক্যানসার হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে। গত দুই বছরে ভারতে ফারহাতুলকে নেয়া হয়েছে পাঁচবার। দেশের কয়েকটি হাসপাতালেও হয়েছে তার চিকিৎসা।

তবে এবার তার ছোট্ট শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করার জন্য গত ১৫ জানুয়ারি চেন্নাইয়ের অ্যাপোলো ক্যানসার হাসপাতালে নেয়া হয়েছে।

অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য দরকার ৪০ লাখ টাকা। ফারহাতুলের বাবার হাতে আছে ২০ লাখ টাকা। গত দুই বছরে ছেলের চিকিৎসার জন্য ফারহাতুল বাবা সাদেকুল ইসলাম বাড়ি জমি সবই বিক্রি করেছেন। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে অনুদান নিয়েছেন। প্রতিদিন ছয় হাজার টাকার ওষুধ ও চিকিৎসা ব্যয়ে সব টাকা খরচ হয়ে গেছে। এ অবস্থায় ছেলের চিকিৎসা চালিয়ে নেয়ার জন্য সাহায্যের প্রয়োজন।

ফারহাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন করে সুস্থ জীবন দানের জন্য তার বাবা সাদেকুল ইসলাম সমাজের বিত্তবানদের প্রতি আবেদন জানিয়েছেন।

ফারহাতুলকে সাহায্য পাঠানো যাবে নিচের ব্যাংক নম্বরগুলোতে-

মো. সাদেকুল ইসলাম

হিসাব নং- 178151110605

ডাচ বাংলা ব্যাংক

রামপুরা শাখা, অথবা

মো. সাদেকুল ইসলাম

হিসাব নং- 19221070010440

প্রাইম ব্যাংক

রামপুরা, বনশ্রী শাখা।

বিকাশ নম্বর-01979644888

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসার হাসপাতালের ৬ থেরাপি মেশিনের ৫টিই বিকল
X
Fresh