• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আমিরাতে অবৈধ কর্মীদের আশ্রয় দিলে এক লাখ দিরহাম জরিমানা

মাহাবুব হাসান হৃদয়, সংযুক্ত আরব আমিরাত

  ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:২৬
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ কর্মীদের ভাড়া করলে বা আশ্রয় দিলে এক লাখ দিরহাম জরিমানা করা হবে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ(আইসিএ) এই সতর্কতামূলক বার্তা প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, কেউ অবৈধভাবে অনুপ্রবেশকারীদের ভাড়া করলে বা আশ্রয় দিলে এক লাখ দিরহাম জরিমানা করা হবে। সংযুক্ত আরব আমিরাত সরকারের ‘স্থিতি সংশোধনের মাধ্যমে নিজেকে সুরক্ষিত করুন’ প্রকল্পে অবৈধ কর্মীদেরকে পাঁচ মাস সময় দেয়া হয়।

এই বার্তায় আরও বলা হয়, গত বছরের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হওয়া এই প্রকল্পের অধীনে অবৈধ কর্মীদেরকে আইনি সমস্যা মোকাবেলা করে স্থিতি সংশোধনের সুযোগ দেয়া হয়। এতে সরকার যথেষ্ট সাড়া পেয়েছে।

বার্তাটিতে বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী এখন সারাদেশে নিবিড় প্রচারণা চালানো হবে। এরপরও কেউ অবৈধ কর্মীদেরকে আশ্রয় দিয়ে আইন লঙ্ঘন করলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় যারা কর্মী চেয়ে বিজ্ঞাপন দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন:

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh