• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৩ ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞা বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:০৩

ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলার ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ঢাকা ক্লাব কর্তৃপক্ষকে আগামী রোববারের মধ্যে লিভ টু আপিল করতে নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

অন্যান্য ক্লাব হলো গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

আদালতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মেহেদী হাসান ঢাকা ক্লাব কর্তৃপক্ষের পক্ষে ছিলেন।

রিটকারীর পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রেদোয়ান আহমেদ।

আইনজীবী রেদোয়ান আহমেদ বলেন, ‘আগামী রোববার বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’

এর আগে গেলো ৬ ডিসেম্বর ১৩টি ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞার আদেশ এক দিনের জন্য স্থগিত করে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। ৪ ডিসেম্বর বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ ১৩ ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দেন।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, খুলনা মহানগর, সিলেট মহানগরের পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকদের আদালতের এ আদেশ পালন করতে বলা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh