• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছাদের কার্নিশ ভেঙে পড়ে রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী তিনতলার ছাদের কার্নিশ ভেঙে পড়ে আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের পশ্চিম-উত্তর প্রান্তের তিনতলা থেকে নিচে পড়ে যান তিনি।

বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষার্থীর নাম শাখাওয়াত হোসেন সজীব। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, সকালে ক্লাস শুরুর আগে সজীব বন্ধুদের সঙ্গে ছাদে উঠেন।

তিনি রবীন্দ্র ভবনের ছাদের উত্তর পশ্চিম কোণের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছাদের কার্নিশসহ কিছু অংশ ধসে তিনি নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার প্রথমিক চিকিৎসা শেষ হলেও সিটিস্ক্যান, এক্স-রে রিপোর্ট আসেনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু আরটিভি অনলাইনকে বলেন, ওই শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে দেখা করতে যাব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
X
Fresh