DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

এইটুকু জানা

আফিফ জাহাঙ্গীর আলি
|  ১১ জানুয়ারি ২০১৯, ২২:১৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২২:২৩
দূর থেকে দু’নয়নের দ্যুতি

গা আলোকরশ্মি স্নানে ভিজিয়ে

উজ্জ্বল অতি বেগুনি রশ্মি

পরিত্যক্ত ভালোবাসার রেডিয়েশনে স্ক্যান হয় হৃদপিণ্ড

দশ ইঞ্চি পুরূ দেয়ালে রোধ হয় না?

নির্ণয় হয় ভালোবাসার ছেঁড়া সুতো, ইচ্ছে করেই ছিঁড়েছি ,

না সত্যি ছিঁড়েছে।

কী জানি?

কিছু কি জানি?

অগনন কল্পনা এঁকে দূরে কোথাও,

কোলাহলের বাইরে, লোকালয় ছেড়ে নির্জনতায়

বিকীর্ণ জীবনের স্বাদে অরণ্যে ডুবে ছিলাম,

তুলতুলে নরম নয়নাভিরাম হাতটি স্পর্শে

নিশ্বাসে নিযুত ভালোবাসার কণা, বাতাসে মিশেছে-

এইটুকু জানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়