DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

রাবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

রাজশাহী প্রতিনিধি
|  ০৫ জানুয়ারি ২০১৯, ২০:১৬ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২০:৩২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচ এম আসলাম হোসেন।

তিনি জানান, ১৫ জানুয়ারি ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি অনুষদে কিছু আসন ফাঁকা রয়েছে। সেসব আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি চলছে। ভর্তি প্রক্রিয়া শেষ হলেই ২১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

এদিকে নয় দিনের শীতকালীন অবকাশসহ ১২ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গেল বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেয়া হয়।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়