• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যে মোবাইল ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০১ জানুয়ারি ২০১৯, ২২:১২
ছবি: সংগৃহীত

এস৪০(সিম্বিয়ান) অপারেটিং সিস্টেমের মোবাইল ফোনগুলোতে এখন থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ-ভিত্তিক গণমাধ্যম এবেলা।

গণমাধ্যমটি জানায়, এস৪০ এবং যে অপারেটিং সিস্টেমগুলো বদলে যাওয়া হোয়াটসঅ্যাপের ফিচারগুলো আপডেট করতে পারছে না, সেগুলো বাতিল করছে হোয়াটসঅ্যাপ।

ইতোমধ্যে উইন্ডোজ ফোন ৮.০, ব্ল্যাকবেরি ও ব্ল্যাকবেরি ১০ এর অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করা হয়েছে। এর সঙ্গে হলো এস৪০ অপারেটিং সিস্টেম।

নকিয়া ২০৬, আশা ২১০, নকিয়া ২০৮, আশা ৫০১, আশা ৫০২, আশা ৫০৩, নকিয়া ৩০১, নকিয়া ৫১৫ মোবাইল ফোনে এখনও এই অপারেটিং সিস্টেম চালু আছে।

অর্থাৎ, এসব মোবাইল ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুন মাসে এস৪০ অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। পরে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়।

আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭ বা তার থেকে নিম্নমানের এবং আইফোন আইওএস ৭ বা তার থেকে নিম্নমানের ভার্সনেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বিভ্রাটের অভিযোগ
নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
মামলা করলেন বিদ্যা বালান
ইসির হোয়াটসঅ্যাপে যাবে ভোটের ফল
X
Fresh