• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বের সবচেয়ে দামি হেডফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:২১

অডিও প্রতিষ্ঠান সেনহাইজার সম্প্রতি নতুন একটি হেডফোন বাজারে নিয়ে এসেছে। নতুন এই হেডফোনের নাম এইচ-ই-ওয়ান। বিজনেস ইনসাইডার বলছে, এটা পৃথিবীর সবচেয়ে দামি হেডফোন।

ধারণা করতে পারছেন, এই হেডফোনের দাম কত? পাঁচ হাজার-দশ হাজার টাকা ভাবছেন? মোটেও না, এই হেডফোনের দাম ৮৬ হাজার সিঙ্গাপুর ডলার। যার বাংলাদেশি মুদ্রায় দাম আসে প্রায় ৫২ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। আমরা কোনও ভুল করিনি। এই হেডফোনের দাম সত্যিই প্রায় ৫৩ লাখ টাকা। বিজনেস ইনসাইডারের ওই প্রতিবেদনে বলা হয়, কর ব্যতীত এই দাম এসেছে। কর যুক্ত হলে এর দাম আরও বাড়বে।

তবে এটাকে শুধু হেডফোন বললে ভুল হবে। এইচ-ই-ওয়ান মূলত একটি হেডফোন সিস্টেম। সেনহাইজারের এই হেডফোন দিয়ে এতো ভালো শব্দ শোনা যাবে যা আপনার কল্পনাতেও নেই। এছাড়া এর শব্দ হবে যেকোনও ধরনের কোলাহলমুক্ত।

পুরো হেডফোন সিস্টেমটির ওজন প্রায় ২৫ কেজি। ফলে সহজেই বুঝতে পারছেন এটা ব্যক্তিগতভাবে বাইরে ব্যবহারের সুযোগ নেই। তবে আপনি চাইলে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় এটা ব্যবহার করতে পারবেন।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার কাছে দেশের সবচেয়ে দামি অস্ত্র আছে’
দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে
‘প্রযুক্তি ব্যবহার করে জলবায়ু সেবা জনগণের কাছে পৌঁছানো সম্ভব’
বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি হাবিপ্রবি শিক্ষক সমিতির
X
Fresh