• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘মিডিয়া ইউনিটির ৫ দফা দাবি যৌক্তিক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ডিসেম্বর ২০১৬, ১১:৫০

বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধসহ মিডিয়া ইউনিটির ৫ দফা দাবি যৌক্তিক। বললেন সরকারের দু’মন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মিডিয়া ইউনিটির সংহতি সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন তারা।

এ সময় বিজ্ঞাপন ও অর্থ পাচারের সঙ্গে একটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার প্রমাণ তুলে ধরে মিডিয়া ইউনিটি।

সমস্যা সমাধানে বিটিভি মহাপরিচালকের নেতৃত্বে কমিটি করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পাশাপাশি অভিযোগ খতিয়ে দেখছে রাজস্ব বোর্ড ও শুল্ক অধিদপ্তর

৫টি দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলো ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ এফটিপিও ও মিডিয়া ইউনিটি।

সভায় মিডিয়ার বিভিন্ন দাবি তুলে ধরেন ইউনিটি নেতারা।

ইউনিটির বিভিন্ন দাবি সর্মথন করেন বাণিজ্যমন্ত্রী।এটাকে শিল্প হিসেবে ঘোষণার কথা বলেন তিনি।

বর্তমানে সৃষ্ট বিভিন্ন জটিলতা নিরসনে তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা নেয়া হবে জানালেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানের মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা, অভিনেতা কলা-কুশলীসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগানে টেলিভিশন সংশ্লিষ্ট পেশাজীবীদের ১২ সংগঠনের সমন্বয়ে সংগঠনের আয়োজনে সমাবেশটি হয়। পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল মালিক এফটিপিও’র দাবির সঙ্গে একাত্মতা জানান।

ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, কেনা ও প্রচারের ক্ষেত্রে চ্যানেলের অনুষ্ঠানে কেবল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, টেলিভিশন শিল্পের সবক্ষেত্রে এআইটি’র নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ, দেশিয় টেলিভিশন চ্যানেলে বিদেশি শিল্পী-কলাকুশলিদের অবৈধভাবে কাজ বন্ধ, বেসরকারি চ্যানেলে বিদেশি অনুষ্ঠান বন্ধের দাবি দেন এফটিপিও নেতারা। দাবিগুলো তুলে ধরে নিজেদের ক্ষোভের কথা জানান শিল্পীরা।

দেশিয় টেলিভিশন শিল্প ও শিল্পীদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। সমাবেশের এক পর্যায়ে শিল্পীদের দাবির সঙ্গে একাত্মতা জানায় কয়েকটি বেসরকারি টেলিভিশন। দিনব্যাপী সমাবেশে টেলিভিশন সংশ্লিষ্ট বেশ ক’টি সংগঠন এফটিপিও’র দাবিগুলোর সঙ্গে একাত্মতা জানায়।

এম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh