• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আল কুরআন একাডেমি অব মিশিগানের ফান্ড রাইজিং ডিনার

কামরুজ্জামান হেলাল, মিশিগান, যুক্তরাষ্ট্র

  ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৬

মিশিগানে অবস্থিত অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ আল কুরআন একাডেমি অব মিশিগানের উদ্যোগে ব্লোমফিল্ড সিটির মুসলিম ইউনিটি সেন্টার হলে রোববার সন্ধ্যায় এক ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করা হয়।

একাডেমির পরিচালক ওয়ালিউর রহমানের চমৎকার উপস্থাপনায় কমিউনিটির বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে পুরো হলরুম মুখরিত ছিল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির ছাত্র হাফেজ ওবায়দুল্লাহ মাহদী, হাফেজ মুহতাসিন আহমেদ নাহিন, হাফেজ তাহমিম আহমেদ মাহিন, আহমেদ চৌধুরী, মুসআব বিন হাফিজ, ওয়াহিদুর রহমান মান্না, তাজওয়ার খান, তাহেরুল ইসলাম ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল আব্দুল লতিফ আজম।

উক্ত অনুষ্ঠানে অত্যন্ত চমৎকারভাবে যুক্তরাষ্ট্রে দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা, সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে এসব প্রতিষ্ঠানের ভূমিকা, প্রতিষ্ঠান পরিচালনায় দান সাদাকা ও সওয়াবের কথা তুলে ধরে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব ড. শেখ আলী সুলাইমান আলী, বিশ্বের অন্যতম সেরা ক্বারি, মুসলিম ইউনিটি সেন্টারের ইমাম ও খতীব শেখ আহমেদ মাবরুক, ইসলামিক স্কলার ড. আবেদ আল মান্নান আলো।

এতে আরও উপস্থিত ছিলেন- ফুলবাড়ি আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, আল কুরআন একাডেমির প্রেসিডেন্ট কোরবান সানি, হেমট্রামিক স্কুল বোর্ডের সদস্য আতাউর খান, একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন খোকন, হাফেজ রায়হান উদ্দিন, হাফেজ মিনহাজ আহমেদ, হাফেজ আব্দুল বাসিত, নিজাম বিন রাফিক প্রমুখ। পরিশেষে ইমাম আব্দুল লতিফ আজমের দোয়া পরিচালনা ও উপস্থিত সবাইকে ডিনার পরিবেশন করার মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাকাশে ডিনার করতে গুণতে হবে যত টাকা
যুক্তরাষ্ট্রের মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মনের মানুষকে মনের কথা জানানোর দিন আজ
X
Fresh