• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে পাবিপ্রবি খুলছে ৮ ডিসেম্বর

পাবনা প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫

অবশেষে ৩৩ দিন বন্ধ থাকার পর আগামী আট ডিসেম্বর খুলে দেয়া হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গেল পাঁচ নভেম্বর প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার রিজেন্ট বোর্ডের ৪৮তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সাত ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং আগামী আট ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, গেল পাঁচ নভেম্বর ছয় দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করেছিল শিক্ষার্থীরা।

ওইদিন দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাম্পাসে প্রবেশের মূল ফটক ও প্রশাসনিক ভবন আটকে দাবি আদায়ের জন্যে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এমন পরিস্থিতিতে একইদিন সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh