• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মওদুদের নাইকো মামলা ৮ সপ্তাহ স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৬, ১৭:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মওদুদের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

নাইকো দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে বিচারিক আদালতে কার্যক্রম চলছে।

আদালতে শুনানি করেন মওদুদ আহমদ নিজেই। দুর্নীতি দমন কমিশন (দুদকের) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

ঢাকার বিশেষ জজ আদালতে নাইকো মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ঠিক রয়েছে। বিচারিক আদালতে কিছু তথ্য জমা দিতে এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন মওদুদ। নিম্ন আদালতে আবেদন খারিজ হলে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh