• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খালেদাকে ৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৬, ১২:৪৫

আসছে ৯ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন।

রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ৯ মামলাসহ ১০ মামলায় ওইদিন হাজিরা দিতে খালেদা জিয়াকে নির্দেশ দিয়েছেন আদালত। তা না হলে তার জামিন বাতিল করা হবে বলেও আদালত আদেশে জানিয়েছেন।

এর আগে খালেদার অনুপস্থিতিতে তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য ৯ জানুয়ারির দিন ঠিক করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান, ৯ জানুয়ারি খালেদা জিয়া আদালতে না গেলে তার জামিন বাতিল করা হবে বলে বিচারক হুঁশিয়ার করে দিয়েছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ১০টি মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি, দারুস সালাম থানায় নাশকতার মামলা ৮টি, যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh