• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ডিআরইউর সভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক কবির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৮, ২০:৩০
সভাপতি ইলিয়াস হোসেন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদক কবির আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোটগণনা শেষে মনজুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন।

ডিআরইউ প্রাঙ্গণে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সহসভাপতি হয়েছেন খোন্দকার কাওছার হোসেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, নারীবিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন- মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ্, বিএম নুর আলম, মো. মাকসুদুল হাসান, মো. নাইমুদ্দিন, রাশেদুল হক, শাহাবউদ্দিন মাহতাব, খন্দকার ফারুক আহম্মেদ।

নির্বাচনে সভাপতি থেকে কার্যনির্বাহী সদস্য পর্যন্ত ১৬টি পদে নেতৃত্ব নির্ধারণ করতে ভোটাধিকার প্রয়োগ করেন ডিআরইউর সদস্যরা। ২১টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন বিজয়ী হওয়ায় ওই পাঁচ পদে ভোট হয়নি।

নির্বাচনে এবার সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— একাত্তর টেলিভিশনের মনির হোসেন লিটন ও এসএ টিভির ইলিয়াস হোসেন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হয়েছেন। তারা হলেন— বার্তা সংস্থা বাসসের কবির আহমেদ খান, মানবকণ্ঠের শেখ জামাল ও এশিয়ান মেইল ২৪.ডটকমের রিয়াজ চৌধুরী।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন— বিএফইউজের সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের এবং এম এ আজিজ।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইমনের পদত্যাগে মুখ খুললেন সভাপতি ইলিয়াস কাঞ্চন
X
Fresh