• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুতিনের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ নভেম্বর ২০১৮, ২৩:৩৫
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলো সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে টুইটারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল।

এতে বলা হয়, অ্যাকাউন্টটিতে ১০ লাখেরও বেশি ফলোয়ার ছিল। এমনকি ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি, কসোভো’র প্রেসিডেন্ট হাশিম থাচি এবং আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের মতো বিশ্বনেতারাও পুতিনের নামে খোলা এই ভুয়া অ্যাকাউন্টে টুইট করেছেন।

চলতি বছরের শুরুতে ক্রেমলিন নিশ্চিত করে যে অ্যাকাউন্টটি পুতিন বা তার দলের কোনও সদস্য পরিচালনা করেন না।

এই ভুয়া অ্যাকাউন্টে নিয়মিত রুশ প্রেসিডেন্টের কার্যক্রম এবং ছবি পোস্ট করা হতো। এগুলো অফিসিয়াল বলেও পোস্টের ডেসক্রিপশনে দাবি করা হতো।

কিন্তু এই অ্যাকাউন্টে টুইটারের ভেরিফায়েড ‘নীল টিক’ ছিল না, যা দেখে ব্যবহারকারীরা বুঝতে পারে যে বিখ্যাত মানুষের নামে খোলা কোন অ্যাকাউন্টটি স্বীকৃত এবং সঠিক।

রুশ প্রেসিডেন্টের নামে ভুয়া এই অ্যাকাউন্ট খোলা হয় ২০১২ সালে এবং এতে বিশেষ করে তার জনসম্মুখে আসা সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল লিঙ্ক পোস্ট করা হতো।

টুইটার জানায়, আমরা রুশ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বৈধ তথ্যের ভিত্তিতে পুতিনের নামে খোলা ভুয়া অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছি।

গত জুলাই মাসে কয়েক মিলিয়ন ‘লকড অ্যাকাউন্ট’ শুদ্ধিকরণ শুরু করার পর থেকে সন্দেহজনক এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে টুইটার।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলা : যত টাকার বিনিময়ে গুলি চালায় বন্দুকধারীরা
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কো হামলায় জড়িত সবাই শাস্তি পাবে : পুতিন
X
Fresh