• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী-কলাকুশলীদের সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর ২০১৬, ১১:৪১

বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ক্রয় ও প্রচারে এজেন্সির হস্তক্ষেপ বন্ধসহ ৫ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে টেলিভিশন মিডিয়ার শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

সকাল ১১ টায় পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত এবং এটিএম শামসুজ্জামান।

প্রতিবাদ সমাবেশে সংস্থার সভাপতি মামুনুর রশীদ জানান, টেলিভিশন কলাকুশলীদের ৫ দফা দাবি মেনে না নিলে মিডিয়া ইউনিটিকে এ প্রতিবাদ সমাবেশে সংহতি জানাতে দেয়া হবে না।


টিএইচ /এফএস/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh