• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশি পণ্যের বিজ্ঞাপন যাচ্ছে বিদেশে, যাচ্ছে টাকা

মুক্তা মাহমুদ

  ৩০ নভেম্বর ২০১৬, ১০:৩৪

কম টাকায় বিদেশি কিছু চ্যানেল বাংলাদেশের জন্য আলাদাভাবে ডাউনলিংক ‘বিম’করে সেখানে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন চালানোচ্ছে। এভাবে দেশের বিজ্ঞাপন বাইরে চলে যাওয়ায় কমে যাচ্ছে দেশিয় চ্যানেলগুলোর আয়। অসম প্রতিযোগিতার মুখে পড়েছে বেসরকারি টেলিভিশনগুলো। যাতে সার্বিক ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন ‘মিডিয়া ইউনিটি’র হিসেবে গেলো ৭ মাসে ৭০ কোটিরও বেশি টাকার বিজ্ঞাপন পেয়েছে ভারতের কয়েকটি চ্যানেল। ভারতীয় চ্যানেল ‘জি বাংলা’ ও ‘স্টার জলসা’ এ দেশের দর্শকদের জন্য স্যাটেলাইটে আলাদা ‘বিম’ তৈরি করেছে কেবল, বাংলাদেশের বাজার দখলের জন্য। এসব চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচারের সময়টুকু কেবল, বাংলাদেশের দর্শকরাই দেখতে পান। ওই সময়ে ভারতীয় দর্শকরা দেখেন তাদের পণ্যের বিজ্ঞাপন।

যার অর্থ হচ্ছে, মুক্তবাজার অর্থনীতি ও বাজার সম্প্রসারণের দোহাই দিয়ে যারা ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছেন তাদের কথা আর ধোপে টিকছে না। কারণ বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপনই বাংলাদেশের মানুষ ভিনদেশি চ্যানেলে দেখছে, কখনো আবার ভিনদেশি ভাষায়। এতে প্রতি মাসে কোটি কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। অথচ বিজ্ঞাপনের অভাবে, দেশের দুই-তৃতীয়াংশ চ্যানেল চলছে ধুঁকে ধুঁকে।

বাংলাদেশ ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন- ২০০৬’র ১৯ (১৩) ধারায় বলা হয়েছে, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। অথচ একে বুড়ো আঙুল দেখিয়ে দিনকে দিন বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেয়ার ঘটনা বাড়ছেই।

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের দাবিতে ইতিমধ্যে বেসরকারি টেলিভিশন মালিকদের সঙ্গে বৈঠকেও বসেছে তথ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন প্রচার বন্ধে তথ্য মন্ত্রণালয় ২২ নভেম্বর দেশের দু’টি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। তবে এখন পর্যন্ত নোটিশটি প্রতিষ্ঠান দু’টির কাছে পৌঁছেনি জানিয়ে, এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন মিডিয়া ইউনিটির সদস্য সচিব আরিফ হাসান।

ক্রমাগত বিজ্ঞাপন চলে যাওয়ায় উদ্বিগ্ন দেশের সাংস্কৃতিক অঙ্গণ। এদিকে, ২২ নভেম্বর টেলিভিশন কলা-কুশলীদের সমস্যা সমাধানে, ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অরগানাইজেশনের (এফটিপি) সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক হয়।

বিদেশি শিল্পীদের অবৈধ কাজ ও ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধসহ নানা বিষয়ে আলোচনা করেন শিল্পীরা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh