• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘দেবী’ আসছে মিশিগানে

কামরুজ্জামান হেলাল, মিশিগান, যুক্তরাষ্ট্র

  ২৫ নভেম্বর ২০১৮, ১১:৫০

আগামী শনিবার ১ ডিসেম্বর মিশিগানের ডেট্রয়েট শহরে ‘দেবী’ ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মিশিগানের ডেট্রয়েট শহরের বেল এয়ার লাক্সারী সিনেমা হলে ছবিটির শো চলবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে মুক্তি পেলেও মিশিগানে এই প্রথম কোনও বাংলা সিনেমার প্রদর্শনী হবে সিনেমা হলে।

পুরো যুক্তরাষ্ট্রে মহাসমারোহে চলছে জয়া আহসান প্রযোজিত এবং সরকারি অনুদানে নির্মিত ছবি ‘দেবী’। ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

যুক্তরাষ্ট্রে ‘দেবী’ চলচ্চিত্রের পরিবেশক বায়েস্কোপ ফিল্মস। শনিবার ‘দেবী’র একমাত্র প্রদর্শনীটি হবে দুপুর ২টা ৩০মিনিটে। ‘দেবী’র প্রতি এই ভালোবাসা পুরো যুক্তরাষ্ট্রেই লক্ষ করা যাচ্ছে। নিউইয়র্ক ও অন্যান্য আরও ২০টির বেশি শহরে ছবিটির প্রদর্শনী আয়োজন করেছে। এই মুক্তির মিছিলে মিশিগান ডেট্রয়েটের নাম ছাড়াও সদ্য যোগ হয়েছে কলোরাডোর ডেনভের, টেক্সাসের হিউস্টনের নাম।

টিকিট: www.HungamaCity.com/debiinmi; টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে: সাধারণ- ১৫ ডলার, রিক্লাইনার- ২০ ডলার। যোগাযোগ – সাফিউল বাশার সাফি -৫০৫ ৩০১ ৯৭০৮ আলরাজি সনেট -২১৯ ২১৮ ৫৫৮৪ ও আবির হাসান ৯০৭ ৩৭১ ৭৯২৩।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি
স্বাধীন বাংলায় নারী কেন্দ্রিক যত চলচ্চিত্র
দেবীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
যুক্তরাষ্ট্রের মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
X
Fresh