• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নতুন তিনটি আইফোনের উৎপাদন কমাচ্ছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৮, ২২:২৩

নতুন তিনটি আইফোনের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে গেজেটস নাউ।

চলতি বছরের সেপ্টেম্বরে এই তিনটি আইফোন বাজারে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। এগুলো হলো- আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স।

ওয়াল স্ট্রিটের ওই প্রতিবেদনে বলা হয়, প্রত্যাশার চেয়ে আইফোনগুলোর চাহিদা কম হওয়ায় উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে অ্যাপল। তাদের কী পরিমাণ আইফোন উৎপাদন প্রয়োজন এটা হিসাব করতে পারছে না প্রতিষ্ঠানটি।

শেষ ত্রৈমাসিক বা বড়দিন ত্রৈমাসিকে আইফোন বিক্রির যে পূর্বাভাস ছিল তা পূরণ করতে পারেনি তারা। গত কয়েক সপ্তাহ আগে বিনিয়োগকারীদের এই হতাশাজনক খবরটি জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদন বলছে, অ্যাপল বেশি সমস্যায় আছে আইফোন এক্সআর নিয়ে। এই ফোন উৎপাদনের যে পরিকল্পনা ছিল তার চেয়ে এক তৃতীয়াংশ কম উৎপাদন করা হবে। অনুমান করা হচ্ছে এতে প্রায় ৭ কোটি এক্সআর উৎপাদন কমবে।

তবে বাকি মডেলগুলো কী পরিমাণ কমবে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। অ্যাপলও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
আইফোন ১৬ সিরিজের নতুন ফিচার ফাঁস
অ্যাপলের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র
কুড়িয়ে পাওয়া আইফোন ফিরিয়ে দিলেন দিনমজুর
X
Fresh