• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শাহাজাদা বসুনিয়ার কবিতা আত্মবিলাপ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

আত্মবিলাপ
শাহাজাদা বসুনিয়া

দক্ষিণ সমীরণ-উত্তর সমীরণ, চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে
নির্মল আকাশ আর এই মনোরম অপরাহ্নে
আমরা একদৃষ্টে তাকিয়ে ছিলাম।
একটি পরমসত্তার পরিকল্পনা
একটি আত্ম প্রবঞ্চনার কল্পনা
একটি উল্কাপতনের গল্প শুনি
আরও অনেক কামনা-বাসনা প্রবাহিত হয় সত্যের প্রতি
যুক্তি-ধারণা-আকাঙ্ক্ষা-ভালোবাসা বয়ে চলে
নিজ সৃষ্টিগৌরবে, আমরা ভূমিষ্ঠ হলাম
জন্মবেদনা নিয়ে চলছি
অজস্র জন্মবেদনা, জীবনের সঙ্গী।
ছুটে চলি সবুজ শ্যামল প্রান্তরে, খুঁজে বেড়াই প্রাচীন ও আদিম জন্মে
দেখি নির্মল আকাশ-
চারপাশ ঘিরে থাকে বিপুল প্রাচুর্য
চারপাশে অঢেল আনন্দ বিরাজমান
অত:পর নিরব হই, আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করি
নবতর পথে যাত্রা করি
দুরন্ত বন্য ঘোড়ার পিঠে আরোহী হই
এই পথ আমাদের অভিষ্ট্য লক্ষ্য
এই লক্ষ্য আমাদের পরমসত্তার দিকে
পরমসত্তা অনন্ত চিরন্তন
পরমসত্তা জীবনের নতুন প্রত্যাশা
পরমসত্তা একটি পুরস্কার।
আমরা গভীর চিন্তামগ্ন, চক্ষু মদিত
তার পর সিদ্ধান্ত নিলাম পরমসত্তার কোলে নেব শেষ বিশ্রাম।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh