• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

স্কাইপ, হোয়াটসঅ্যাপ, ভাইবার ভয়েস কল কেন নয়

ফারজানা সুলতানা

  ২৭ নভেম্বর ২০১৬, ১৭:৪৭

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে তিনশো কোটির বেশি। ২৭ শতাংশ ব্যবহারকারী দক্ষিণ এশিয়ার। তার মধ্যে প্রায় ১৮ শতাংশ ব্যবহারকারী সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন।

সবার কাছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ফেসবুক, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মতো মোবাইল অ্যাপস। ভয়েস কলও দারুণ জনপ্রিয়তা পাচ্ছে এসব দেশে।

পাশের দেশ ভারতে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৭ কোটির বেশি। এছাড়া বিশ্বের জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতে। সারা পৃথিবীতে ৭০০ মিলিয়ন অ্যাকটিভ ইউজারের মধ্যে এ মোবাইল মেসেজিং অ্যাপের শুধু ভারতেই রয়েছেন ১০০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ইউজার।

এছাড়া মোবাইল মেসেজিং অ্যাপ হাইক এর ইউজার রয়েছেন ৩৫ মিলিয়ন। তাছাড়া ইন্টারনেটে ভয়েস কল জনপ্রিয় হওয়ায় স্কাইপ, হোয়াটসঅ্যাপ বা ভাইবারের মতো ইন্টারনেটের জনপ্রিয় অ্যাপসগুলো থেকে শিগগির ল্যান্ডফোনে ফোন করতে পারবেন ভারতীয় গ্রাহকেরা।

ভারতের ইন্টারনেট সার্ভিস প্রদানকারী ও টেলিকম অপারেটরদের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০১৬ সালে দাঁড়িয়েছে ৬ কোটির কিছু বেশি। ২০১৬ সালের শুরুতেই এদেশে মোবাইল অ্যাপের মাধ্যমে ভয়েস কল চালু হয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক ইনকামিং কলের সংখ্যা কমে যাবার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে স্কাইপ, হোয়াটসঅ্যাপ বা ভাইবারের ফ্রি ভয়েস কল সার্ভিসকে। এসব অ্যাপস বন্ধ করে দেবার চিন্তা-ভাবনাও করা হচ্ছে।

তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র প্রতিবেদনে দেখা যায়, আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট বাড়ানোর আগে বৈধ পথে গড়ে দিনে ১২ কোটি মিনিট ইনকামিং কল দেশে আসত। ২০১৫ সালের আগস্টে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দু’সেন্ট করার পর এখন তা দৈনিক গড়ে সাত কোটি মিনিটে নেমে এসেছে।

ভিওআইপির মতো অপরাধী চক্র কিংবা চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আধুনিক তথ-প্রযুক্তির গতিরোধ কতটুকু যৌক্তিক তা ভাববার সময় এখনই। কারণ পুরোপুরি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে এ দেশ।

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh