• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আনসারুল্লাহ বাংলাটিম প্রধানের বিচার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৬, ১৫:১৯

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত আসছে ৪ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

সরকার পক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৩ সালে মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গেলো ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলার অভিযোগ আমলে নেয়ার অনুমোদন দেয়া হয়।

আসামিরা হলেন, জসিম উদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম, আবু হানিফ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুন্নুন শিকদার, পিয়াস ওরফে আবদুল্লাহ, আমিনুল ইসলাম ও আলী আজাদ। তাদের মধ্যে তিনজন কারাগারে। ছয়জন পলাতক। একজন জামিনে আছেন।

২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে জসিমউদ্দিন রাহমানীকে গ্রেপ্তার করা হয়।

এমকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh