• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জামিনে মুক্তি পেলেন চবি শিক্ষক মাইদুল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ৩০ অক্টোবর ২০১৮, ১৫:৪৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেইসবুকে) প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে আইসিটি আইনের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন।

জামিনের আদেশের অনুলিপি গতকাল সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার (৩০শে অক্টোবর) সকালে তিনি মুক্তি পান।

হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ২০ দিন আগেই মাইদুলের জামিনের আদেশ দিলেও তা ঢাকা থেকে চট্টগ্রামের কারাগারে না পৌঁছানোর কারণে এতদিন তিনি ছাড়া পাননি।

শিক্ষক মাইদুল ইসলামের আইনজীবী ভুলন লাল ভৌমিক বলেন, হাইকোর্টের জামিন আদেশ গতকাল এসে পৌঁছেছে। বেইল বন্ড জমা দিতে গতকাল সন্ধ্যা হয়ে যায়। তাই আজ সকালে তিনি মুক্তি পেয়েছেন।