• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাবিতে নিজ সংগঠনের নেতাকেই মারধর ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ৩০ অক্টোবর ২০১৮, ১১:৩৪

ভর্তি বাণিজ্যের সংবাদে নাম বলার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছে দুই ছাত্রলীগ নেতাসহ কয়েকজন কর্মী।

গতকাল সোমবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।

মারধরে ওই ছাত্রলীগ নেতার পায়ে গুরুতর জখম হয়। বর্তমানের তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্ত। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মারধরকারী ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত ও উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাউসার।

মারধরের শিকার ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্ত বলেন, দুপুরে চারুকলায় বাবু ভাইয়ের দোকান থেকে খাওয়া-দাওয়া শেষ করে বের হই। বাইক নিয়ে চলে আসতে চাইলে এসময় কাউসার, শান্তসহ ১০-১৫ জন কাঠের চ্যালা নিয়ে মারধর শুরু করে। পায়ে বেশি আঘাত করে আর মারধরের সময় শুধু বলে, নিউজে তুই কেন আমাদের নাম বললি? কোনও আইনি ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে শান্ত বলেন, বড় ভাইদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে স্বীকার করে ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্ত বলেন, কিছুদিন আগে ভর্তি বাণিজ্যের সংবাদে আমাকে ও আমার বন্ধু কাওসারকে ফাঁসানোর জন্য এরকমটা করছি।

আরেক ছাত্রলীগ নেতা কাউসার বলেন, কিছুদিন আগে গণমাধ্যমে ভর্তি বাণিজ্যের সংবাদে তারেক আহমেদ খান শান্তর নাম ওঠে। সেসময় তিনি সাংবাদিকদের বলেন আমি ও আমার বন্ধু হাসিবুল ইসলাম তাকে ফাঁসানোর চেষ্টা করেছি। এতদিন তারেক ভাই ক্যাম্পাসে ছিলেন না। আজ দুপুরে দেখা হলে আমরা তার কাছে জানতে চাই তিনি কেন এরকম ভিত্তিহীন মিথ্যা অভিযোগ দিলেন আমাদের নামে। এসময় তিনি এর উত্তর না দিয়ে আমাদের বলেন, আমার ইচ্ছা হয়েছে করেছি। তোরা যা পারিস কর। পরে এ বিষয়ে কথা কাটাকাটি হয় আমাদের মধ্যে। একপর্যায়ে আমাদের হাত উঠে যায়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অর্থোপেডিক্স বিভাগের ডা এস এম আসজাদ হাসান আশরাফ জানান, তারেকের পায়ের মাংস থেঁতলে গেছে।

এ বিষয়ে মুঠোফোনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আরটিভি অনলাইনকে বলেন, আমি যতদূর শুনেছি যে তাদের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটেছে। মারধরের কোনও কথা আমি শুনিনি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে দুদকের অভিযান
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
তারাবির নামাজ পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
তারাবি নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
X
Fresh