• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্রামীণফোন ছাড়ছে বেশি গ্রাহক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৮, ১১:২০

অপারেটর বদল করে রবিতে যাওয়ার আগ্রহ সবচেয়ে বেশি দেখিয়েছে গ্রাহকরা। আর সবচেয়ে বেশি গ্রাহক ছেড়েছে গ্রামীণফোন।

মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সেবা বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালু হওয়ার পর ১৮ দিনে এই চিত্র উঠে এসেছে।

এই ১৮ দিনে ৪৭ হাজার ৯০ জন গ্রাহক অপারেটর পরিবর্তনের আবেদন করেছেন। এর মধ্যে রবিতে গেছে সবচেয়ে বেশি গ্রাহক।

চলতি মাসের প্রথমদিনেই পরীক্ষামূলক এই সেবা চালু হয়। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিটিআরসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮ দিনে ২৬ হাজার ৮১৭ জন গ্রাহক অপারেটর বদলাতে সফল হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৯১৬ জন গেছেন রবিতে। বাংলালিংকে গেছেন ৫ হাজার ৫২৬ জন। গ্রামীণফোনে গেছেন ৪ হাজার ৪১ জন। আর টেলিটকে গেছেন ৩৩৪ জন।

আবেদনে যারা সফল হয়েছেন, তাদের মধ্যে গ্রামীণফোন ছেড়েছেন ১১ হাজার ৬৭৬ জন। বাংলালিংক ছেড়েছেন ৮ হাজার ৯১৬ জন। রবি ছেড়েছেন ৫ হাজার ৯৭৩ জন। টেলিটক ছেড়েছেন ২৫২ জন।

২০ হাজার ২৫৫ জন গ্রাহক আবেদন করেও অপারেটর বদলাতে ব্যর্থ হয়েছেন। এর মধ্যে রবিতে যেতে চেয়েছিলেন ১৩ হাজার ৪০৬ জন। এ ছাড়া ৪ হাজার ৮৭ জন বাংলালিংকে, ২ হাজার ৬৩১ জন গ্রামীণফোনে ও ১৩১ জন টেলিটকে যেতে চেয়েছিলেন। ব্যর্থ হওয়াদের মধ্যে ৮ হাজার ৬৪২ জন গ্রামীণফোন, ৬ হাজার ৮৬১ জন বাংলালিংক, ২ হাজার ৬৯৩ জন রবি ও ২ হাজার ৫৯ জন টেলিটক ছাড়তে চেয়েছিলেন।

বকেয়া টাকা থাকা, মোবাইল ওয়ালেটে ব্যালেন্স বা স্থিতি থাকাসহ নানা কারণে অপারেটর বদলের আবেদন সফল হয় না।

এ বিষয়ে গ্রামীণফোন আরটিভি অনলাইনকে জানায়, দেশের শীর্ষ এ অপারেটরটির গ্রাহক যেহেতু সবচেয়ে বেশি, তাই আবেদনের সংখ্যাটাও অন্যদের চেয়ে বেশি হওয়া স্বাভাবিক। তবে এটা আগামী ৬ মাসে ঠিক হয়ে যাবে। কারণ গ্রামীণফোন গ্রাহককে সর্বোচ্চ শক্তিশালী নেটওয়ার্ক দিতে প্রস্তুত। এখন বিষয়টি গ্রাহকের প্রাথমিক পর্যালোচনায় আছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
X
Fresh